সব শব্দের প্রতিফলন শোনা যায় না কেন?

সব শব্দের প্রতিফলন শোনা যায় না কেন?

সকল প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি নয়। এর কারণ শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে একটি ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। তা না হলে প্রতিফলিত শব্দ 0.1 s এর আগেই শ্রোতার কানে পৌঁছাবে। তখন মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করা যাবে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না। তাই সকল প্রতিফলিত শব্দ শোনা যায় না।

Similar Posts