Similar Posts
অসহ পীড়ন কাকে বলে?
অসহ পীড়ন কাকে বলে? কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে। অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল
p-n জাংশন কি? | p-n জাংশন কিভাবে কাজ করে?
p-n জাংশন কি? p-টাইপ পদার্থের সাথে n-টাইপ পদার্থ জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি হয় তাকে p-n জাংশন বলে। p-n জাংশন কিভাবে কাজ করে? p-n জাংশনকে ডায়োড বলা হয়। কারণ একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসকে যখন ডোপায়ন করা হয়, তখন p টাইপ ও n টাইপ অঞ্চলের মাঝে একটি জংশন তৈরি হয়। p-n জংশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে…
স্টিফেন এর সূত্র
স্টিফেন এর সূত্র ১৮৭৯ খ্রিস্টাব্দের অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী জোসেফ স্টিফেন কৃষ্ণবস্তু থেকে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ – কোন কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ এর পরিমান বস্তুর তাপমাত্রা চতুর্থ সমানুপাতিক।
পর্যায়বৃত্তিক গতি কাকে বলে? | পর্যায়বৃত্ততার প্রকারভেদ
পর্যায়বৃত্তিক গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় Periodicity বা পর্যায়বৃত্ততা। পর্যায়বৃত্ততার প্রকারভেদ পর্যায়বৃত্ততাকে দুই ভাগে…
প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে?
প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে? তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পদার্থের বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। প্লাটিনামের এ ধর্মকে কাজে লাগিয়ে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করা হয়। ১৮৭১ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী সিমেন প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করেন।
বল একটি লব্ধ রাশি কেন?
বল একটি লব্ধ রাশি কেন? বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয়। একে প্রকাশ করতে ভর ও ত্বরণের দরকার হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি, বল = ভর × ত্বরণ। এখানে ভর মৌলিক রাশি ঠিকই; কিন্তু ত্বরণ আবার লব্ধ রাশি। কারণ ত্বরণ স্বাধীন বা নিরপেক্ষ নয়। ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ বল = ভর × (সরণ ÷ সময়২)…