Similar Posts
কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5 এর মানে কি?
কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5 এর মানে কি? কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5, এর অর্থ এই যে, শূন্য বা বায়ু মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে ঐ মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে ঐ মাধ্যমে অবস্থিত ঐ বিন্দু চার্জ দুটির মধ্যকার পারস্পরিক বল অপেক্ষা 2.5 গুণ বেশি।…
স্বকীয় আবেশ গুণাঙ্ক কী?
স্বকীয় আবেশ গুণাঙ্ক কী? কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সময়ের সাথে একক হারে পরিবর্তিত হলে কুণ্ডলীতে যে তাড়িচ্চালক বল আবিষ্ট হয় তাকে ঐ কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে।
উঁচু স্থান থেকে লাফিয়ে নদীতে পড়ার সময় কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন?
উঁচু স্থান থেকে লাফিয়ে নদীতে পড়ার সময় কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন? উঁচু স্থান হতে লাফিয়ে পড়ার সময় ব্যক্তির ত্বরণ অভিকর্ষজ ত্বরনের সমান হয় অর্থাৎ a = g হয়। ফলে লব্ধি ত্বরণ (g – a) = 0, শূন্য হয়। এজন্য ব্যক্তি নিজেকে ওজনশীন মনে করেন।
বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? কোনো সংখ্যাকে 10 এর যে কোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না তবে মোট ভরবেগ সংরক্ষিত থাকে এবং সংঘর্ষের পরে বস্তুসমূহ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একই বেগে চলতে থাকলে সেই সংঘর্ষকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বাস্তবে প্রায় অধিকাংশ সংঘর্ষই অস্থিতিস্থাপক।
কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে?
কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে? শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নির্দিষ্ট মানের দুটি আধানের মধ্যকার তড়িৎ বলের মান এবং অপর কোনো মাধ্যমে একই দূরত্বে রাখা একই আধানদ্বয়ের মধ্যকার তড়িৎ বলের মানের অনুপাতকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে।