Similar Posts
রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র
রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনা নির্দিষ্ট দিকে ঐ বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না।
শোষণ বর্ণালী কাকে বলে?
শোষণ বর্ণালী কাকে বলে? পরমাণুকে উত্তেজিত করলে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে যাওয়ার ফলে যে বর্ণালি পাওয়া যায় তাকে শোষণ বর্ণালী বলে।
ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে?
ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে বা যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্ফে পরিণত হতে শুরু তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বলে।
দূষক কাকে বলে?
দূষক কাকে বলে? পরিবেশ দূষণের জন্য যে সমস্ত জিনিস বা পদার্থ দায়ী তাদেরকে দূষক বলা হয়। দূষকসমূহ যে পরিবেশেই থাকুক না কেন, এদেরকে মূলত তিন শ্রেণিতে বিভক্ত করা যায়। যথাঃ ক) শক্তি বিষয়ক দূষকসমূহ। যেমনঃ শব্দ, তাপ ও তেজষ্ক্রিয় বিকিরণ। খ) রাসায়নিক পদার্থসমূহ। যেমনঃ জৈব ও অজৈব, কৃত্রিম বা প্রাকৃতিক রাসায়নিক পদার্থ। গ) জীবসমূহ। যেমনঃ…
নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।
নিউটনের তৃতীয় বলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়, তখনই একটি সমমানের এবং বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে। এই বিষয়টিকে সাধারণত এভাবে বলা হয় – প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত।
এনট্রপি কি? | এনট্রপি কাকে বলে?
এনট্রপি কাকে বলে? রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এনট্রপি বলে।