মানুষ কিভাবে হাঁটে?
দৈনন্দিন জীবনে আমরা মাটির উপর দিয়ে হাঁটি। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটি বল প্রয়োগ করি। এ বল হলো ক্রিয়া। নিউটনের ৩য় সূত্র অনুসারে, এই বলের বিপরীত একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বল সৃষ্টির কারণেই মানুষ হাঁটতে পারে।