বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন?

বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন?

আমরা জানি, কাজ = বল ** সরণ। আবার, সরণ মানেই হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। অর্থাৎ বল প্রয়োগে বস্তুর সরণ বেশি হলে কাজের পরিমাণ বেশি হবে। আবার, বল প্রয়োগে বস্তুর সরণ কম হলে কাজের পরিমাণ কম হবে। কিন্তু বল প্রয়োগের ফলে যদি বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের কোনো পার্থক্য না থাকে, তবে বস্তুর কোনো সরণ হয় না। অর্থাৎ বস্তুর কৃতকাজের পরিমাণ শূন্য হয়।

সুতরাং বলা যায় যে, বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না।

Similar Posts