ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?
ভর হলো কোনো একটি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। কোনো বস্তুর মোট পরিমাণকে তার ভর বলা হয়। এটি স্থান, কাল নিরপেক্ষ।অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো বস্তুর ওজন।
কোনো বস্তুর ভর m এবং অভিকর্ষের ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুটির ওজন W = mg।
কোনো নির্দিষ্ট বস্তুর জন্য তার ভর m এর মান নির্দিষ্ট। কিন্তু বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের কারণে ওজন পরিবর্তিত হয়।