ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?
ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?
কোনো বস্তুর ভর m এবং অভিকর্ষের ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুটির ওজন W = mg।
কোনো নির্দিষ্ট বস্তুর জন্য তার ভর m এর মান নির্দিষ্ট। কিন্তু বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের কারণে ওজন পরিবর্তিত হয়।