নিষ্ক্রিয় মৌলগুলো যোজ্যতা শূন্য কেন?

নিষ্ক্রিয় মৌলগুলো যোজ্যতা শূন্য কেন?

 নিষ্ক্রিয় গ্যাসসমূহ পর্যায় সারণির গ্রুপ – 18 তে অবস্থিত। এদের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো 1s2  বা  ns2np6। ইলেকট্রনীয় কাঠামো থেকে দেখা যায়, মৌলসমূহের সর্ববহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। অর্থাৎ দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকায় এরা সর্ববহিঃস্থ শক্তিস্তরে কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে না। এ স্থায়ী ইলেকট্রনীয় গঠনের কারণে এদের ইলেকট্রন আসক্তিও শূন্য। এ কারণে নিষ্ক্রিয় গ্যাসসমূহের যোজনী শূন্য।

Similar Posts