আয়ন কাকে বলে? আয়নের প্রকারভেদ, অ্যানায়ন কাকে বলে? ক্যাটায়ন কাকে বলে?
আয়ন কাকে বলে?
আয়নের প্রকারভেদ
আয়ন দুই প্রকার। যথাঃ
- অ্যানায়ন
- ক্যাটায়ন
আয়ন দুই প্রকার। যথাঃ
রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক রাসায়নিক বস্তু পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন এক বা একাধিক রাসায়নিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন – হাইড্রোজেন (H2) ও অক্সিজেন (O2) সংযুক্ত হয়ে পানি (H2O) উৎপন্ন করে।
কোন মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তা ঐ মৌলের যোজনী নির্দেশ করে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: Cl (17) —-> 1s² 2s² 2p⁶ 3s² 3px² 3py² 3pz¹ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে 1 টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান আছে। কাজেই ক্লোরিনের যোজনী 1. আবার, কোন মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন…
পর্যায় সারণির জনক কে? পর্যায় সারণির জনক হলেন মেন্ডেলিফ। মেন্ডেলিফ এর পর্যায় সারণি তৈরির কিছু তথ্য নিচে দেয়া হলো। পর্যায় সারণির জনক মেন্ডেলিফ যখন পর্যায় সারণি তৈরি করেন তখন শুধু মাত্র মৌলের পারমাণবিক ভর জানা ছিল। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিফ এর পর্যায় সূত্রঃ মৌল সমূহের ভৌত ও…
আর্সেনিক কি? আর্সেনিক একটি বিষাক্ত মৌলিক পদার্থ। এটি এক প্রকার রাসায়নিক পদার্থ যা ভূ-গর্ভস্থ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো ০.০১ পিপিএম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর্সেনিক দূষণের প্রভাব আর্সেনিক হচ্ছে সবচেয়ে বিপদজনক ও বিষক্রিয়াযুক্ত মৌল। এটি লেড এর তুলনায় ৫ গুণ অধিক বিষাক্ত। অজৈব যৌগ ব্যাপক স্বাস্থ্য সমস্যার কারণ। যেমন এটি – ১) পাকস্থলীর…
শক্তির নিত্যতার সূত্র (Principle of conservation of Energy) “শক্তি অবিনশ্বর। এর ধ্বংস বা সৃষ্টি নেই। শক্তি কেবলমাত্র এক রূপ হতে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।” শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক। যেমন- নদীতে আড়াআড়িভাবে উচু বাঁধ দিলে, পানির উপরে…
ধাতু কি? যে সকল পদার্থ ঘাত সহনীয়তা, নমনীয়তা, উজ্জ্বলতা, তাপ ও তড়িৎ পরিবাহিতা প্রভৃতি বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদেরকে ধাতু বলে। ধাতুর তড়িৎ বিশোধন কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপদ্রব্য মিশ্রিত ধাতু থেকে 99.99% বিশুদ্ধ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াকে ধাতুর তড়িৎ বিশোধন বলে।