স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য
স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নিম্নরূপ –
নং | স্থূল সংকেত | আণবিক সংকেত |
১ | যে সংকেতের দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। | যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে। |
২ | যৌগের স্থূল সংকেত কোনো ক্ষেত্রে আণবিক সংকেতের সমান হয়। | যৌগের আণবিক সংকেত এর স্থূল সংকেতের সমান অথবা সরল গুণিতকের সমান। |
৩ | স্থূল সংকেত শুধু যৌগের হতে পারে। | আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় পদার্থের হয়। |
৪ | একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। যেমন – অ্যাসিটিলিন ও বেনজিন উভয়ের স্থূল সংকেত CH। | সমাণু ব্যতিত একটি আণবিক সংকেত একটি মাত্র যৌগের হয়ে থাকে। |