রাসায়নিক সমীকরণের সমতাকরণ কি? রাসায়নিক সমীকরণের সমতাকরণ কৌশল লিখ।
রাসায়নিক সমীকরণের সমতাকরণ কি?
কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মোট পরমাণুর সংখ্যা সমান করার প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতাকরণ বলে।
রাসায়নিক সমীকরণের সমতাকরণ কৌশল
- বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে বিক্রিয়ার সমীরকণ লিখতে হয়।
- বিক্রিয়ক ও উৎপাদ যৌগিক পদার্থ হলে অথাৎ সংকেতে একাধিক মৌলের পরমাণু থাকলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণন করে সমতা করতে হয়।
- অতঃপর মৌলিক বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমান করতে হয়।
- বিক্রিয়ার সমতাকরণে বিক্রিয়ক এবং উৎপাদের সাথে সাধারণত পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা হয়।