রাসায়নিক সমীকরণের সমতাকরণ কি? রাসায়নিক সমীকরণের সমতাকরণ কৌশল লিখ।

রাসায়নিক সমীকরণের সমতাকরণ কি?

কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মোট পরমাণুর সংখ্যা সমান করার প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতাকরণ বলে।

রাসায়নিক সমীকরণের সমতাকরণ কৌশল

  1. বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে বিক্রিয়ার সমীরকণ লিখতে হয়।
  2. বিক্রিয়ক ও উৎপাদ যৌগিক পদার্থ হলে অথাৎ সংকেতে একাধিক মৌলের পরমাণু থাকলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণন করে সমতা করতে হয়।
  3. অতঃপর মৌলিক বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমান করতে হয়।
  4. বিক্রিয়ার সমতাকরণে বিক্রিয়ক এবং উৎপাদের সাথে সাধারণত পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা হয়।

Similar Posts