রৈখিক গতি কি বা কাকে বলে?
রৈখিক গতি কি বা কাকে বলে?
কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
এক কেলভিন কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।
তড়িৎবীক্ষণ যন্ত্র কাকে বলে? কোন বস্তুতে চার্জের উপস্থিতি বা অস্তিত্ব আছে কিনা, থাকলে চার্জের প্রকৃতি এবং পরিমাণ জানার জন্য, পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এ যন্ত্রকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলা হয়। শোলাবল এবং স্বর্ণপাত এ দু’ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্র রয়েছে। তবে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্মভাবে চার্জের অস্থিত্বি ও…
আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের লম্বের সাথে যে কোণ করে তাকে আপতন কোণ বলে।অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে।
কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে? শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নির্দিষ্ট মানের দুটি আধানের মধ্যকার তড়িৎ বলের মান এবং অপর কোনো মাধ্যমে একই দূরত্বে রাখা একই আধানদ্বয়ের মধ্যকার তড়িৎ বলের মানের অনুপাতকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে।
গলনের সুপ্ততাপ কাকে বলে? গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে গলনের সুপ্ত তাপ বলে।
মোলার তাপধারণ ক্ষমতা কাকে বলে? এক মোল গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রী বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে মোলার আপেক্ষিক তাপও বলা হয়।