প্লাজমা কাকে বলে? | প্লাজমা কি?

প্লাজমা কাকে বলে?

রক্তরস হলো রক্তের পরিষ্কার, খড়ের বর্ণের তরল অংশ যা লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা এবং অন্যান্য সেলুলার উপাদানগুলি অপসারণের পথে থেকে যায়। এটি মানুষের রক্তের একক বৃহত্তম উপাদান যা প্রায় 55 শতাংশ নিয়ে গঠিত এবং এতে জল, লবণ, এনজাইম, অ্যান্টিবডি এবং অন্যান্য প্রোটিন রয়েছে।

পদার্থবিজ্ঞান অনুযায়ী প্লাজমা হলো –

প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা (কঠিন, তরল ও বায়বীয়র পর)। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান। আন্তঃনাক্ষত্রিক স্থানে, গ্যাস ক্ষরণ টিউবে, নক্ষত্রের (এমনকী সূর্যের) বাতাবরণে এবং পরীক্ষামূলক তাপ-নিউক্লীয় বিক্রিয়কে (Thermonuclear reactor) প্লাজমা দেখতে পাওয়া যায়। বৈদ্যুতিকভাবে প্রশম থাকা সত্ত্বেও প্লাজমা সহজেই বিদ্যুৎ পরিবহন করে। এদের থাকে অত্যুচ্চ তাপমাত্রা।

Similar Posts