Similar Posts
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে কেন?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে কেন? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।
ডোপায়ন কাকে বলে?
ডোপায়ন কাকে বলে? কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর (যেমন- সিলিকন) সঙ্গে নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ যোগ করে এর পরিবাহকত্ব বৃদ্ধি করার উপায়কে ডোপায়ন বলে।
দর্শনানুভূতির স্থায়িত্বকাল কি?
দর্শনানুভূতির স্থায়িত্বকাল কি? চোখের সম্মুখ থেকে কোনো বস্তু সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।
আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য
অনুপ্রস্থ তরঙ্গ (Transverse waves): যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন: পানির উপরিতলে সৃষ্ট তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো একবার উপরে আরেকবার নিচে স্পন্দিত হয়; ফলে কণার অবস্থান পরিবর্তিত না হয়েই তরঙ্গ সামনে আগায়। আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য আড় বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- ১) এ তরঙ্গ যান্ত্রিক নাও হতে পারে। যেমন:…
স্থান সংকোচন কাকে বলে?
স্থান সংকোচন কাকে বলে? যদি কোনো স্থান পর্যবেক্ষকের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হয়, তখন বেগের অভিমুখে এর দৈর্ঘ্য সংকুচিত হয়েছে বলে মনে হয়। একে স্থান সংকোচন বলে।
অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?
অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারেনা তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। সকল প্রাকৃতিক প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী। যেমনঃ ১) ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উচ্চ তাপমাত্রায় বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হবে। কিন্তু কখনই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হবে না। অতএব, এ প্রক্রিয়া অপ্রত্যাবর্তী।…