কোণ কাকে বলে? | কোণ কি?

কোণ (Angle)

কোনো সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে ঐ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। বিন্দুটিকে উক্ত  কোণের শীর্ষবিন্দু এবং রশ্মি দুটিকে কোণের বাহু বলা হয়।
নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ
চিত্রে, OP ও OQ রশ্মিদ্বয় এদের সাধারণ প্রান্তবিন্দু O তে ∠POQ উৎপন্ন করেছে। O বিন্দুটি ∠POQ এর শীর্ষবিন্দু। OP এর যে পা্র্শ্বে Q আছে সেই পার্শ্বে এবং OQ এর যে পার্শ্বে P আছে সেই পার্শ্বে অবস্থিত সকল বিন্দুর সেটকে  ∠POQ এর অভ্যন্তর বলা হয়। কোণটির অভ্যন্তরে অথবা কোনো বাহুতে অবস্থিত নয় এমন সকল বিন্দুর সেটকে এর বহির্ভাগ বলা হয়।

Similar Posts