যৌগিক সংখ্যা কাকে বলে?
- যৌগিক সংখ্যা হলো একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যা দুটি ছোট ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল দ্বারা গঠিত হতে পারে।
- যে সংখ্যার গুণনীয়ক ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে তাকে যৌগিক সংখ্যা বলে।
- ১ হতে বড় কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি তার চেয়ে ছোট দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে।
এখানে, ৬ ও ১২ হলো যৌগিক সংখ্যা। কারণ-
- ৬ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখ্যাটি অর্থাৎ ৬ ছাড়াও এর আরো দুইটি গুণনীয়ক আছে এবং তা হলো ২ ও ৩।
- ১২ এর ক্ষেত্রে ১ ও ঐ সংখ্যাটি ছাড়াও আরো চারটি গুণনীয়ক আছে এবং তা হলো ২, ৩, ৪ ও ৬।