উৎপাদনের বাহন কোনটি?
উৎপাদনের বাহন কোনটি?
উৎপাদনের বাহন হলো শিল্প।
প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। আর এ উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
উৎপাদনের বাহন হলো শিল্প।
প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। আর এ উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
লোভনীয় পণ্য কাকে বলে? যে পণ্য দোকানে দেখে ক্রেতা ক্রয়ের প্রয়োজন অনুভব করে তাকে লোভনীয় পণ্য বলে। ম্যাগাজিন, খেলনা, ফুলদানি, চা, রসগোল্লা প্রভৃতি এরূপ পণ্যের উদাহরণ।
কারিগরি দক্ষতা ব্যবসায় পরিবেশের কোন উপাদান? কারিগরি দক্ষতা হল ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদান।
হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা এবং কে কে কারবার প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত পক্ষসমূহ হিসাব তথ্য ব্যবহার করে থাকে। হিসাবসংক্রান্ত তথ্যাবলি ব্যবহারকারী সম্পর্কে নিয়ে ব্যবহারকারীদের শ্রেণিবিভাগ দেখানো হলো। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী মূলত দুই ধরণের, আন্তঃব্যবহারকারী বহিঃব্যবহারকারী নিচে এই দুই ধরণের ব্যবহারকারীদের নিয়ে আলোচনা করা হল। আন্তঃব্যবহারকারী ১. মালিক পক্ষ : মালিক পক্ষ কারবারে মূলধন সরবরাহ করেন বলে মূলধনের নিরাপত্তা, প্রতিষ্ঠানের উন্নতি, লাভের হার নির্ণয়,…
বিডিবিএর এর প্রধান কাজগুলো উল্লেখ কর। বিডিবিএল বা বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প বা প্রকল্পগুলো আধুনিকীরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি শিল্প উদ্যোক্তাদের ঋণও পরামর্শ দেয়। কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করাও বিডিবিএল এর কাজ।
একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা কর। যে ব্যবসায় প্রতিষ্ঠান একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায় সহজে গঠন করা যায়। এতে কোনো আইনগত ঝামেলা নেই। স্বল্প পুঁজি নিয়ে যে কেউ স্বাধীনভাবে এ ব্যবসায় গঠন করতে পারেন। এক্ষেত্রে ব্যক্তি নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সফলতা পেতে পারেন। মালিক নিজেই এ ব্যবসায়…
ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করার প্রক্রিয়াকে নিষ্কাশন বলে। এর মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে সেগুলোর উপযোগিতা বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের নাগালের বাইরের সম্পর্কে ব্যবহারের আওতায় আনা যায়। যেমন : খনি থেকে বিভিন্ন খনিজদ্রব্য (কয়লা, তেল, গ্যাস) উত্তোলন।