Similar Posts
প্রকল্পের বৈশিষ্ট্য কী কী?
প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? একটি নির্দিষ্ট সময়ে কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য গৃহীত কার্যপদ্ধতি হলো প্রকল্প। প্রকল্পের বৈশিষ্ট্যগুলো হলো – ১) নির্দিষ্ট লক্ষ্য ২) বাস্তবায়নের সময় ৩) সম্ভাব্যতা যাচাই ৪) সুনির্দিষ্ট নিয়ম-নীতি ৫) চলমান প্রক্রিয়া ৬) উপকরণের সমন্বয়।
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে।
হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কী?
হিসাব বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যার মাধ্যমে একটি আর্থিক প্রতিষ্ঠান, কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন লিপিবদ্ধ করা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের লেনদেন শ্রেনীবদ্ধকরণ, প্রক্রিয়াজতকরণ, চিহ্নিতকরণ ও নির্দিষ্ট সময় শেষে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রক্রিয়াকেই হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কোন ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানের দৈনিন্দন লেনদেন শ্রণীবদ্ধকরণ করা হয়,…
স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন?
স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন? স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান, যাতে কোম্পানির মৌলিক বিষয়াবলি (কোম্পানির উদ্দেশ্য, কার্যক্ষেত্র ও ক্ষমতার সীমা প্রভৃতি) লিপিবদ্ধ থাকে। কোম্পানির মূল দলিল হিসেবে স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সদস্যদের সম্মতি উল্লেখ থাকে। এটি ছাড়া কোনো কোম্পানি সরকারি অনুমতি পায় না। এর মাধ্যমে কোম্পানি তৃতীয়…
হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।
হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ। হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য – লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবে বইতে লিপিবদ্ধ করা। হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ – ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে…
কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?
কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়? কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় সমবায় সমিতি। এতে কোনো ব্যক্তি সদস্য হতে পারে না। কমপক্ষে ১০টি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। এ সমবায় সমিতির উদ্দেশ্য হলো সদস্য সমিতিগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা। এছাড়া এটি সমিতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করে।…