Similar Posts
ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায়টি ব্যাখ্যা কর।
ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায়টি ব্যাখ্যা কর। ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায় হলো বিমা। এ চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্রে উল্লিখিত নির্দিষ্ট ঝুঁকি মোকাবিলার দায়িত্ব নেয়। এতে নির্দিষ্ট কারণে ব্যবসায় বা সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর হয় ও ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে…
রক্ষিত আয় বিবরণী কি । সংরক্ষিত আয় বিবরণী কি
রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী কী রক্ষিত আয় বিবরণী বলতে বিগত বছরগুলোসহ চলতি বছরের নিট আয়ের ক্রমযোজিত আয়কে বুঝায়। বিগত বছরের নিট আয়ের সাথে চলতি বছরের নিট আয় যোগ এবং নিট ক্ষতি বিয়োগ দিয়ে যে অবশিষ্ট পাওয়া যায় তা হতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ, বিভিন্ন তহবিলে স্থানান্তর, আয়কর সঞ্চিতি তহবিলে স্থানান্তর করে নিট আয়ের পরিমাণ কম হয় বলে প্রদেয় করের পরিমাণও হ্রাস পায়।…
উদ্যোক্তাকে দূরদর্শী হতে হয় কেন?
উদ্যোক্তাকে দূরদর্শী হতে হয় কেন? বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যতকে উপলব্ধি করতে পারার সামর্থ্য হলো দূরদর্শিতা। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। ভবিষ্যৎ সফলতা এবং ব্যবসায় পরিবেশ বোঝার জন্য একজন উদ্যোক্তা সহজে ভবিষ্যৎ ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করতে পারেন। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয়। এজন্য উদ্যোক্তাকে দূরদর্শী হতে হয়।
কোনটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে?
কোনটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে? শিল্প উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে।
ইন্টারন্যাশনাল বিজনেস কাকে বলে
ইন্টারন্যাশনাল বিজনেস কাকে বলে দেশীয় সীমারেখার বাইরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকে আন্তর্জাতিক ব্যবসা বলে। আন্তর্জাতিক ব্যবসা হলো বিশ্ব পর্যায়ে পণ্য, সেবা, প্রযুক্তি, মূলধন এবং জ্ঞানের বাণিজ্য।
ব্যবসায়ী সুষ্ঠু আন্তরিক সম্পর্ক প্রয়োজন কেন?
ব্যবসায়ী সুষ্ঠু আন্তরিক সম্পর্ক প্রয়োজন কেন? ব্যবসায়িক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্ধারিত নিয়ম – কানুন হল ব্যবসায় আইন।দোস শিল্প-বাণিজ্য পরিচালনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আইন প্রচলিত আছে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন প্রকৃতি নিয়ে ব্যবসায়ের আইনগত পরিবেশ তৈরি হয়।এ আইনগুলো মেনে ব্যবসায়ীদের ব্যবসায় গঠন করতে হয়। আবার ব্যবসায় পরিচালনা ও সম্প্রসারণে ও আইনের ভিডিও…