Similar Posts
কর্মসংস্থান সৃষ্টি হওয়া বলতে কী বোঝায়?
কর্মসংস্থান সৃষ্টি হওয়া বলতে কী বোঝায়? কর্মসংস্থান সৃষ্টি হওয়া বলতে নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হওয়াকে বোঝায়; যা মানুষের বেকারত্ব দূর করে আয় বাড়ায়। কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয়। অন্যদিকে জাতীয় আয়ও বেড়ে যায়। ফলে দেশের অর্থনীতি মজবুত হয়। কর্মসংস্থান মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে।
নগদ বাট্টা (Cash Discount) কাকে বলে?
নগদ বাট্টা (Cash Discount) কাকে বলে? বাকীতে পণ্য দ্রব্য বিক্রয়ের ফলে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবে উদ্ভব হয়। দীর্ঘদিন বাকী টাকা আদায় না হলে ব্যবসায়ের ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কাজেই দেনাদারদের নিকট হতে দ্রুত টাকা আদায়ের জন্য কিছু টাকা ছাড় দেওয়া হয়। একেই নগদ বাট্টা বলে। নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়।
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
ব্যবসায় উদ্যোগ কাকে বলে? ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় স্থাপনকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এটি সাধারণত নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। তবে প্রতিষ্ঠানে নতুন পণ্য বা সেবা চালু করাও ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে।
হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ
হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ কর বিভিন্ন উপাদানের সমন্বয়ে একটি ভালো হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা গড়ে উঠে, যা কারবারকে তার সঠিক গন্তব্যে পৌছাতে সক্ষম হয়। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো : ১. লেনদেন শনাক্ত ও লিপিবদ্ধকরণ : একটি প্রতিষ্ঠানের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন শনাক্ত করে। এদের প্রকৃতি চিহ্নিত করতে হবে। তারপর তা যথার্থভাবে লিপিবদ্ধ করে হিসাব ব্যবস্থার বাস্তব…
শিল্প কাকে বলে?
শিল্প কাকে বলে? প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।
পেটেন্ট কাকে বলে?
পেটেন্ট কাকে বলে? নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারক একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে যে চুক্তি করেন, তাকে পেটেন্ট বলে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কৃত পণ্যের একক মালিকানা আবিষ্কারককে দেওয়া হয়। এ সময়ের মধ্যে অন্য কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রি করতে পারে না। কোনো অসাধু ব্যবসায়ী এটি নকল করলে তার বিরুদ্ধে আইনি…