একজন ব্যবসায়ী কিসের আশায় অর্থ বিনিয়োগ করে থাকেন?
একজন ব্যবসায়ী কিসের আশায় অর্থ বিনিয়োগ করে থাকেন?
একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের আশায় অর্থ বিনিয়োগ করে থাকেন।
একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের আশায় অর্থ বিনিয়োগ করে থাকেন।
ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায়টি ব্যাখ্যা কর। ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায় হলো বিমা। এ চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্রে উল্লিখিত নির্দিষ্ট ঝুঁকি মোকাবিলার দায়িত্ব নেয়। এতে নির্দিষ্ট কারণে ব্যবসায় বা সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর হয় ও ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে…
ব্যবসায়ের ঝুঁকিগত বাধা মোকাবিলার উপায় ব্যাখ্যা কর। ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায় হলো বিমা। বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্রে উল্লিখিত নির্দিষ্ট ঝুঁকির বিপরীত বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর হয়। এছাড়া ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারে।
এ অনুপাত দ্বারা বিক্রয়ের সাথে মোট মুনাফার তুলনা করা হয়। মোট মুনাফা বিক্রয়ের কত অংশ এটা একটি গুরুত্বপূর্ন বিষয়। মোট মুনাফা বেশি হলে নীট মুনাফাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এ অনুপাত থেকে পন্য মূল্যের উঠা-নামার হার পরিচালন লাভ বা ক্ষতি জানা যায়। এ অনুপাত বের করার জন্য নিন্ম বর্ণিত সূত্র ব্যবহার করা হয়- মোট মুনাফা…
ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআই এর গুরুত্ব ব্যাখ্যা কর। বিএসটিআই (Bangladesh Standards and Testing Institution) বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। পণ্যের গুণগত মান দেখে BSTI সনদ ও পণ্যের ওপর সিল দেয়। ক্রেতারা এ সিল দেখেই আসল পণ্য চিনে কিনতে পারে। এ বিষয়টি পণ্যের মান সম্পর্কে তাদের নিশ্চয়তা দেয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত না হলে…
শ্রম কাকে বলে? উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রমের মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে উপকরণ সংগ্রহ করে সেগুলিকে ব্যবহারের জন্য আরো উপযোগী করে তোলে। শ্রমও উৎপাদনের একটি আদি ও অপরিহার্য উপাদান। স্যার উইলিয়াম পেটি (Sir William Petty) বিষয়টিকে আকর্ষণীয়ভাবে বর্ণনা করে বলেছেন, “উৎপাদনের শ্রমিক হলো পিতা এবং ভূমি হলো মাতা।“
ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি হয় কোন কারণে? ঝুঁকির কারণে ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি হয়। ব্যবসায়ের সাথে ঝুঁকির প্রত্যক্ষ সম্পর্ক আছে। কোনো ব্যবসায়ে ঝুঁকি ব্যবসায়ের সাথে ঝুঁকির প্রত্যক্ষ সম্পর্ক আছে। যে ব্যবসায়ে ঝুঁকি বেশি, তাতে লাভের সম্ভাবনাও বেশি। আবার যে ব্যবসায়ে ঝুঁকি কম, তাতে লাভের সম্ভাবনাও কম। তাই বলা যায়, ঝুঁকির কম-বেশির ওপর ব্যবসায়ের লাভ-লোকসানও কম-বেশি হয়।