দর্শক ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায় টি ব্যাখ্যা করো।

দর্শক ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায় টি ব্যাখ্যা করো।

ব্যবসায় ঝুঁকি গতবাধা দূর করার উপায় হলো বীমা।

ওকে বিমাগ্রহীতা ও বীমাকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। এক্ষেত্রে বীমাকারী বিমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। ব্যবসায়িক কাজ সম্পাদনের সাথে জড়িত ঝুঁকি হল – চাহিদা ও দাম কমে যাওয়া, পণ্য পণ্য পচন, দুর্ঘটনা, চুরি, ডাকাতি প্রভৃতি। এসব ঝুঁকির কারণে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য বীমা করা হয়। আর বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী নির্দিষ্ট বিষয়ের ক্ষতিপূরণ দেয়। এভাবে বীমা ব্যবসাযয়ের ঝুঁকিগত বাধা দূর করে।

Similar Posts