কারিগরি দক্ষতা ব্যবসায় পরিবেশের কোন উপাদান?
কারিগরি দক্ষতা ব্যবসায় পরিবেশের কোন উপাদান?
কারিগরি দক্ষতা হল ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদান।
কারিগরি দক্ষতা হল ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদান।
ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি হয় কোন কারণে? ঝুঁকির কারণে ব্যবসায়ের লাভ-লোকসান হ্রাস-বৃদ্ধি হয়। ব্যবসায়ের সাথে ঝুঁকির প্রত্যক্ষ সম্পর্ক আছে। কোনো ব্যবসায়ে ঝুঁকি ব্যবসায়ের সাথে ঝুঁকির প্রত্যক্ষ সম্পর্ক আছে। যে ব্যবসায়ে ঝুঁকি বেশি, তাতে লাভের সম্ভাবনাও বেশি। আবার যে ব্যবসায়ে ঝুঁকি কম, তাতে লাভের সম্ভাবনাও কম। তাই বলা যায়, ঝুঁকির কম-বেশির ওপর ব্যবসায়ের লাভ-লোকসানও কম-বেশি হয়।
কারবারি বাট্টা(Trade Discount) কাকে বলে? পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে বাট্টার কথা বলা হয় বা দেয়া থাকে তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা হিসাবভূক্ত হয় না। পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে বিক্রেতা বিক্রয় মূল্য নির্ধারণ করেন তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টার জন্য কোন প্রকার জাবেদা দাখিলা দেওয়া হয় না।…
হিসাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আলোচনা কর কারবার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হিসাবের গুরত্ব অপরিসীম। নিচে হিসাবের উদ্দেশ্য, সুবিধা ও গুরুত্ব আলোচনা করা হলো। ১. স্থায়ী রেকর্ড : হিসাব সত্যের মাধ্যমে লেনদেনসমূহ সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে রেকর্ড করা হয়। ২. দ্বৈতসত্তা : ফেনদেনের দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণের ফলে হিসাব কার্যক্রম সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয়। ৩. লাভক্ষতি নির্ণয় : সঠিক হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের প্ৰকৃত লাভ-ক্ষতি…
বিপরীত দাখিলা কী সমন্বয় জাবেদা করার পর যাবতীয় বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম প্রাপ্ত আয়ের যে বিপরীত জাবেদা নেয়া হয় তাকে বিপরীত বা উল্টানো জাবেদা বা দাখিলা বলে। অর্থাৎ সমন্বয় জাবেদায় যা ডেবিট করা হয়েছে বিপরীত দাখিলায় উহা ক্রেডিট করতে হয়। আবার সমন্বয় দাখিলায় যা ক্রেডিট বিপরীত দাখিলায় তা ডেবিট, করতে হয়। Horngreen-এর মতে, “Reversing entry is an entry that…
1.What is financial leverage? Ans: The amount of debt used in capital structure reflects the financial leverage. 2.What is leverage? Ans: The use of fixed cost assets or fund in an attempt to increase profitability is called leverage. 3.What is capital structure (কাঠামো)? Ans. Capital structure refers to the mixture of long term sources of…
বিক্রয় কর্মীর নৈতিক গুণ বলতে কী বোঝায়? পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নীতি নৈতিকতা মেনে চলাই হলো বিক্রয়কর্মীর নৈতিক গুণ। একজন বিক্রয়কর্মীকে কর্মক্ষেত্রে আদর্শবান এবং সফলতা অর্জনের জন্য নৈতিক গুণাবলি অর্জন করতে হয়। তাকে সর্বদা গ্রাহকের সাথে লেনদেনে সততা এবং বিশ্বস্ততার পরিচয় দিতে হয়। বিক্রয়কর্মীর মার্জিত ব্যবহার ক্রেতাকে আকৃষ্ট করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিক্রয়কর্মী কর্মক্ষেত্রে সব জটিলতা…