শিল্প মানেই সৃষ্টি ব্যাখ্যা করো?
শিল্প মানেই সৃষ্টি ব্যাখ্যা করো?
শিল্প হল উৎপাদনের বাহন।
পণ্য দ্রব্য ও সেবার উৎপাদন ও রূপান্তর প্রক্রিয়ার সাথে জড়িত। প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য রূপগত পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা হয়। যেমন: তুলা থেকে কাপড় তৈরি। এক্ষেত্রে কাপড় তৈরি করা হলো নতুন একটি পণ্য। তাই বলা যায় শিল্প মানেই সৃষ্টি।