ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল?
ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল?
ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুধু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায় নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ-রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এ ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ এই তিন পর্যায়ে বিভক্ত করা যায়।
ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা
প্রাচীন যুগ
- পশু শিকার
- মৎস শিকার
- ফলমূল আহরণ
- কৃষিকার্য
- দ্রব্য বিনিময়
মধ্য যুগ
- বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার
- বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার
- কাগজি মুদ্রার প্রচলন
- বাজার ও শহর সৃষ্টি
- ব্যবসায় সংগঠনের উদ্ভব
আধুনিক যুগ
- শিল্প বিপ্লব
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন
- বিভিন্ন শিল্প কারখানার বিকাশ
- বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রচলন
- ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ
- এটিএম কার্ড প্রচলন
- মোবাইল ব্যাংকিং প্রচলন