শক্তির প্রধান উৎস কি?
শক্তির প্রধান উৎস কি?
শক্তির প্রধান উৎস হলো সূর্য।
শক্তির প্রধান উৎস হলো সূর্য।
কম্বলকে ঝুলিয়ে রেখে বেত দ্বারা আঘাত করলে ধুলোবালি ঝরে পড়ে কেন? কম্বলকে ঝুলিয়ে বেত দ্বারা আঘাত করলে কম্বলটি সরে যায় কিন্তু ধুলোবালিগুলো ভর ক্ষুদ্র বলে জড়তার কারণে ঐ স্থানেই থেকে যায়। ধুলোবালিগুলো ঝড়ে পড়ে।
কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5 এর মানে কি? কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5, এর অর্থ এই যে, শূন্য বা বায়ু মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে ঐ মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে ঐ মাধ্যমে অবস্থিত ঐ বিন্দু চার্জ দুটির মধ্যকার পারস্পরিক বল অপেক্ষা 2.5 গুণ বেশি।…
মাইক্রোস্কোপ কি? যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে মাইক্রোস্কোপ বলে।
স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত ১) স্থির তরঙ্গ সীমিত অংশে পরপর বিপরীতমুখী দুটি একই বিস্তার, একই বেগ ও একই তরঙ্গদৈর্ঘ্যের অগ্রগামী তরঙ্গের উপরিপাতনে সৃষ্টি হয়। ২) প্রতিফলিত তরঙ্গ ও মূল তরঙ্গের প্রকৃতি অভিন্ন থাকলেও এদের মধ্যে দশা পার্থক্য 2π = 180° হতে হবে। ৩) স্থির তরঙ্গ সীমিত স্থানে পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়। অনুভূমিক টানা তারে উল্লম্বভাবে…
রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি দেখলে রিক্সা চলে যাচ্ছে। রিক্সার সাপেক্সে তোমার গতীয় অবস্থা ব্যাখ্যা কর। রাস্তার পাশে দাঁড়িয়ে আমি দেখলাম রিক্সাটি চলে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে রিক্সাটি গতিশীল বলে মনে হবে। কিন্তু রিক্সার সাপেক্ষে বিবেচনা করলে মনে হবে আমি রিক্সা হতে দূরে সরে যাচ্ছি। অর্থাৎ রিক্সার সাপেক্ষে আমাকে গতিশীল মনে হবে।
রেডিও তরঙ্গ কি? তড়িৎ চুম্বকীয় বর্ণালীতে 100 cm থেকে 10 m পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গকে রেডিও তরঙ্গ বলে।