জলপ্রপাতের শীর্ষ দেশ ও তল দেশের তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
জলপ্রপাতের শীর্ষদেশে পানি সমগ্র শক্তি স্থিতি শক্তি হিসেবে জমা থাকে। অন্যদিকে পানি জলপ্রপাতের তলদেশে পতন কালে সমগ্র বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তির কিছু অংশ পানি অণুগুলোর কোন শক্তিতে পরিণত হয়। যা উষ্ণ তাপমাত্রা নির্দেশ করে। এ কারণেই জলপ্রপাতের শীর্ষদেশ ও তলদেশের তাপমাত্রা ভিন্ন হয়।