উপভাষা কাকে বলে?
একই ভাষা সম্প্রদায় এর অন্তর্গত অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারের কাজে ও কথাবার্তায় ধ্বনিগত, রূপগত ও বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত তাকে উপভাষা বলে।
উপভাষার বৈশিষ্ট্য
- উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত।
- উপভাষা আঞ্চলিক ভাষার রূপ।
- লোকগীতি ও লোক সংগীত রচিত হয়।
- উপভাষার নির্দিষ্ট কোন ব্যাকরণ থাকে না।
বাংলা কথ্য উপভাষা পাঁচটি। যথাঃ
- রুঢ়ি উপভাষা
- বাঙালি উপভাষা
- বরেন্দ্রী উপভাষা
- ঝাড়খণ্ডী উপভাষা
- কামরূপী উপভাষা।