Similar Posts
ভূ-তাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়?
ভূ-তাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়? ভূ-তাপীয় শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। প্রচন্ড তাপে ভূ-অভ্যন্তরের শীলাখন্ড গলে ম্যাাগমায় পরিণত হয় যা ভূ-তাত্বিক পরিবর্তনের ফলে ভূ-পৃষ্ঠের খানিক নিচে জমা হয়। এই ম্যাগমা ভূগর্ভের পানিকে বাষ্পে পরিণত করে। পাইপের মাধ্যমে এই বাষ্পকে উচ্চ চাপে বের করে এনে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
সুপারনোভা কাকে বলে?
সুপারনোভা কাকে বলে? যে সকল নক্ষত্রের ভর দুই থেকে পাঁচ সৌরভরের মধ্যে তারা সংকোচনের সময় এমন একটি ধাপে পৌঁছায় যে, এটি এর বহিঃস্থ আস্তরণ ছুঁড়ে দিয়ে অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। এদেরকে বলা হয় সুপারনোভা।
তাপধারণ ক্ষমতা কাকে বলে?
তাপধারণ ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
তেজষ্ক্রিয় ক্ষয় ধ্রুবক কাকে বলে?
তেজষ্ক্রিয় ক্ষয় ধ্রুবক কাকে বলে? কোনো তেজষ্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ঐ পদার্থের তেজষ্ক্রিয় ক্ষয় ধ্রুবক বলে।
প্লবতা কাকে বলে?
প্লবতা (Buoyancy) কাকে বলে? কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে।প্লবতা বলতে একটি বস্তু জলে নিমজ্জিত করলে বস্তুর উপর জল কর্তৃক যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে যে বলকে বোঝায়। একে আর্কিমিডিসের সূত্র বলেও অভিহিত করা হয়। আর্কিমিডিসের সূত্রটি হলো – বস্তুকে…
শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি
শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব। শক্তি যখন একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু…