বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন?
বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন?
আমরা জানি, কাজ = বল ** বলের দিকে অতিক্রান্ত দূরত্ব(সরণ)। যদি বস্তুর ওপর বল প্রয়োগের ফলে সরণ শূন্য হয় তবে কৃতকাজ শূন্য হবে। আবার বল প্রয়োগে বস্তুর সরণ বলের বিপরীতে হলে কৃতকাজ ঋণাত্মক কিন্তু বলের দিকে সরণ ঘটলে কৃতকাজ ধনাত্মক। তাই বল প্রয়োগে সকল ক্ষেত্রে কৃতকাজ সমান হয় না।