মাটির নিচে খনি স্তরের প্রাপ্যতার পূর্বানুমান কিভাবে করা যায়?

মাটির নিচের স্তরের প্রাপ্যতার পূর্বানুমান করা যায় শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। এটা অনেকটা সমুদ্রের গভীরতা মাপার মত পরীক্ষা। ভূমির বিভিন্ন স্তর হতে শব্দোত্তর তরঙ্গ প্রতিফলিত হয় যখন ফিরে আসে, তখন তাতে নির্দিষ্ট পরিমাণ বিকৃতি বা পরিবর্তন ঘটে, যা লক্ষ্য করে বিজ্ঞানীগণ অনুমান করতে পারেন, ওই স্তরে কি ধরনের শিলা বা উপাদান বিদ্যমান। ঠিক তেমনি খনিজ তেলের উপর স্তরে শব্দোত্তর তরঙ্গ যখন প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন তাতে নির্দিষ্ট প্যাটার্নের বিকৃত ধরা পড়ে। উক্ত প্রত্যক্ষ করেই বিজ্ঞানীগণ বুঝতে পারেন মাটির নিচে খনিজ তেলের ভান্ডার আছে। এবং থাকলে সেটা কত গভীরতায় সেটাও নিরূপণ করতে পারেন।

Similar Posts