বরফ পানি পরিবর্তন কি ধরনের প্রক্রিয়া?
বরফ পানি পরিবর্তন কি ধরনের প্রক্রিয়া?
বরফ পানি পরিবর্তন একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া।
বরফ পানি পরিবর্তন একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া।
বাষ্পীয় চাপ কাকে বলে? কোনো স্থানের উপস্থিত জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে বাষ্পীয় চাপ বলে।
অন্তরক কাকে বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করে না, সেগুলোকে অন্তরক বলে।
পরম গতি কাকে বলে? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।
তাপমাত্রিক পদার্থ কাকে বলে? তাপমাত্রার তারতম্যের জন্য যে সকল পদার্থের ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় ঐ সকল পদার্থকে তাপমাত্রিক পদার্থ বলে।
চৌম্বক প্রাবল্য কি? কোনো চৌম্বক ক্ষেত্রে একটি একক মানের আধান চৌম্বক ক্ষেত্রের লম্বদিকে একক বেগে গতিশীল থাকলে যে বল অনুভব করে তাই চৌম্বক প্রাবল্য।
অভিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। চিত্রে, ON হলো অভিলম্ব। আপতন বিন্দুগামী ও বিভেদ তলের উপর লম্বভাবে অংকিত সরলরেখাকে অভিলম্ব বলে।