HISTORY

ইতিহাস কাকে বলে? | ইতিহাস কি?

1 min read

ইতিহাস কাকে বলে?

ইতিহাস শব্দটি ইংরেজি যার প্রতিশব্দ হলো History, যা গ্রিক শব্দ Historia থেকে উদ্ভূত। যার অর্থ হলো কোন বিষয়ে অনুসন্ধান বা গবেষণা।

অতীত ঘটনা বিশেষত মানবিক বিষয় নিয়ে অধ্যয়নকে ইতিহাস বলে।

সাধারণ অর্থে আজ যা অতীত আগামীদিনের জন্য তাই হলো ইতিহাস।

ইতিহাস হলো মানব সমাজের জীবন বৃত্তান্তের দলিল যেসব পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে তার স্মারক।

G. J. Renier-এর মতে, “ History is the story of the experience of men living in civilized societies.”

অর্থাৎ সভ্য সমাজে বসবাসকারী মানুষদের অভিজ্ঞতার কাহিনীই হলো ইতিহাস।

L. B. Namier-এর মতে, “ The subject matter of history is human affairs. men in action, concrete events and their grounding in the thoughts and feeling of men. ”

অর্থাৎ ইতিহাসের বিষয়বস্তু হলো মানবিক বিষয়াদি, কর্মনিয়োজিত মানুষ, বাস্তব ঘটনাবলি এবং সেসব ক্ষেত্রে যা মানুষের নিজস্ব চিন্তা ও অনুভূতিতে সক্রিয়।

ইতিহাস হল মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনও মানবিক বিজ্ঞান এবং কখনও বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়েছে। অনেকেই ইতিহাসকে মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে দেখেন। কারণ ইতিহাসে এই উভয়বিধ শাস্ত্র থেকেই পদ্ধতিগত সাহায্য ও বিভিন্ন উপাদান নেওয়া হয়। একটি শাস্ত্র হিসেবে ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো উপবিভাগের নাম চলে আসে: দিনপঞ্জি, ইতিহাস-লিখন, কুলজি শাস্ত্র, পালিওগ্রাফি এবং ক্লায়োমেট্রিক্‌স।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x