ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে কি কি অধিকারের কথা বলা হয়েছে?
ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে কি কি অধিকারের কথা বলা হয়েছে?
ভারতীয় সংবিধানের ২৩ (১)নং ধারায় মানুষ ক্রয়-বিক্রয়, বেগার খাটানো, বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রম দানে বাধ্য করানো দণ্ডনীয় অপরাধ বলে নিষিদ্ধ করা হয়েছে। তবে জনস্বার্থে রাষ্ট্র সকলকে শ্রম দানে বাধ্য করতে পারে। সংবিধানের ২৪ নং ধারায় বলা হয়েছে, কম বয়স্ক শিশুদের কোনো খনি বা অন্য বিপদজনক কার্যে নিযুক্ত করা যাবে না।