অর্থনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত যেকোনো দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো।
অর্থনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত যেকোনো দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো।
রাষ্ট্র এমন ভাবে তার নীতি গুলিকে পরিচালনা করবে যাতে –
১। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায়।
২। দেশের সম্পদ এমনভাবে বন্টিত হবে যেন সর্বসাধারণের মঙ্গল হয়।
৩। উৎপাদনের উপায় গুলি যেন মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত না হয়।