প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স এর ব্যবহার বিধি (First Aid and Use of First Aid Box)

প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স এর ব্যবহার বিধি


(First Aid and Use of First Aid Box)

পরীক্ষাগারে ব্যবহারিক ক্লাস করার সময় ছোট খাট দুর্ঘটনা ঘটতেই পারে। ল্যাবরেটরিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য এবং বিভিন্ন কাচের যন্ত্রপাতি হতে দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা ঘটার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগেই ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

ল্যাবরেটরির জন্য ফার্স্ট এই বক্সে (প্রাথমিক চিকিৎসা বাক্স) নিম্নলিখিত দ্রব্যগুলো থাকা আবশ্যকীয়ঃ

১। শুকনা তুলা ও ব্যান্ডেজ, কিছু ব্যান্ড এইড, ক্রসটেপ।

২। এন্টিসেপটিক জাতীয় যেমন- স্যাভলন বা ডেটল, টিংচার আয়োডিন।

৩। দুই তিন ধরনের ফোরসেফ।

৪। ক্ষত পরিষ্কার করার জন্য অ্যালকোহল বা এ জাতীয় অন্য কোনো পরিষ্কারক।

৫। ছোট কাঁচি এবং চাকু।

৬। ইনহেলার।

৭। পোভিডোন – আয়োডিন দ্রবণ।

৮। ব্যথা ও জ্বর উপশম জাতীয় ঔষধ, যেমন – প্যারাসিটামল, এসপিরিন ইত্যাদি।

৯। অ্যান্টিবায়োটিক পাউডার বা ক্রিম, যেমন – নেবানল পাউডার বা ক্রিম।

১০। বার্নল (Burnol), বোরিক এসিড, ভেসলিন ইত্যাদি।

 

ব্যবহার বিধি

১) কাচে বা অন্য কিছুতে হাত বা পা কেটে গেলে ক্ষতস্থানটি পরিষ্কার পানি বা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে মুছে ব্যান্ড এই লাগানো যায় অথবা স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে। ক্ষত বেশি হলে অ্যান্টিবায়োটিক পাউডার বা ক্রিম দিয়ে ব্যান্ডেজ করতে হবে।

২) ক্ষতস্থানে কাচের টুকরা ঢুকে গেলে তা ফোরসেফ দিয়ে বের করে এনে পরিষ্কার করে মুছে অ্যান্টিবায়োটিক পাউডার বা ক্রিম দিয়ে ব্যান্ডেজ করতে হবে।

৩) কোনো স্থান পুড়ে গেলে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে পিকরিক এসিড দ্রবণ ব্যবহার করা যায় অথবা বার্নল লাগানো যায়। বর্তমানে গরম পানিতে পুড়ে গেলে প্রচুর পরিমাণে ঠাণ্ডা পানি দিয়ে ধৌত করার জন্য পরামর্শ দেওয়া হয়।

৪) সামান্য কেটে গেলে হেক্সাসোল বা পোভিডোন – আয়োডিন দ্রবণের সাহায্যে পরিষ্কার করে ব্যান্ড এইড লাগিয়ে দেওয়া যায়।

Similar Posts