ক্যাথোড কাকে বলে? | ক্যাথোড তড়িৎদ্বারে

ক্যাথোড কাকে বলে?

যে তড়িৎদ্বারে বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে বিক্রিয়া সংঘটিত করে তাকে ক্যাথোড বলে।

তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তা ক্যাথোড

গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোড হতে ত্যাগকৃত ইলেকট্রন তারের মাধ্যমে পরিবাহিত হয় ক্যাথোড সেই ইলেকট্রন গ্রহণ করে।

যে তড়িদ্বারের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরুতে যুক্ত থাকে, সেই তড়িদ্বারটিকে ক্যাথোড বলে।

 

ক্যাথোড তড়িৎদ্বারে

১. বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়।

২. দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দণ্ড (ক্যাথোড) থেকে ইলেকট্রন গ্রহণ করে।

Similar Posts