ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
ফ্লোরিজেন উৎপন্ন হয় উদ্ভিদের পাতায়।
ফ্লোরিজেন উৎপন্ন হয় উদ্ভিদের পাতায়।
ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ বর্ণ কণিকা যা উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কো-এনজাইম কী? এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। এনজাইম কাকে বলে? যে প্রোটিন জাতীয় পদার্থ জীবদেহে অল্পমাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে।
ছোঁয়াচে রোগ কাকে বলে? যে রোগের সংস্পর্শে নিরোগ প্রাণী ও উদ্ভিদ রোগে আক্রান্ত হয় সে রোগকে ছোঁয়াচে রোগ বলে।
আদিকোষ কাকে বলে? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ। যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। ফলে নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব সেলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায়…
সালোকসংশ্লেষণ (Photosynthesis) হলো এমন একটি জৈবনিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে, কার্বন ডাই-অক্সাইড(CO2), ও পানির(H2O) সাহায্যে খাদ্য (শর্করা বা গ্লুকোজ) তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় উদ্ভিদ উপজাত হিসেবে অক্সিজেন(O₂) ত্যাগ করে। এই প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত সজীব কোষ (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত পানির রাসায়নিক বিক্রিয়ায় সরল…
কোষপ্রাচীর কি? কোষপ্রাচীর হলো উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে সেলুলোজ নামক জড় পদার্থ দিয়ে তৈরি পুরু প্রাচীর।