বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?
বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?
মনোবিজ্ঞানীগণ বুদ্ধিকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে এক একটি দিকের উপর তাঁদের সংজ্ঞায় গুরুত্ব আরোপ করেছেন। তাঁদের এই গুরুত্বের দিক বিচার করে মনোবিজ্ঞানী পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যেমন –
১) জৈবিক সংজ্ঞা,
২) শিক্ষামূলক সংজ্ঞা,
৩) মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা এবং
৪) পরীক্ষানির্ভর সংজ্ঞা।