বুদ্ধির একটি জৈবিক সংজ্ঞা লেখো।
বুদ্ধির একটি জৈবিক সংজ্ঞা লেখো।
কলভিন্ (Colvin) এর মতে, ব্যক্তির বুদ্ধি তার অভিযোজন সংক্রান্ত অতীত শিখন বা শিখন ক্ষমতার সমানুপাতী।
কলভিন্ (Colvin) এর মতে, ব্যক্তির বুদ্ধি তার অভিযোজন সংক্রান্ত অতীত শিখন বা শিখন ক্ষমতার সমানুপাতী।
শ্রবণ দক্ষতা কাকে বলে? ভাষা দক্ষতার প্রথম স্তর হল শ্রবণ দক্ষতা। শিশু ভূমিষ্ট হওয়ার পর দর্শন এবং শ্রবণের সাহায্যে ভাষা অর্জন প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। শ্রবণের ওপর শিশুর কথন নির্ভর করে।কোনো শিশু যদি শুনতে না পায় তাহলে তার কখন দক্ষতা বিকশিত হয়না। আবার কথন দক্ষতার ওপর পঠন ও লিখন দক্ষতা নির্ভরশীল। তাহলে দেখা যাচ্ছে মানব শিশুর…
বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। যেমন- সকল কাক হয় কালো এবং কোনো কাক নয় কালো। অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি বিশেষ বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা…
বুদ্ধির একটি সামগ্রিক সংজ্ঞা দাও। বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলক ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে কাজ করতে সাহায্য করে।
বুদ্ধি কাকে বলে? এ জাতীয় সরল শব্দটি সংজ্ঞায়িত করা অযথা মনে হতে পারে। সর্বোপরি, আমরা সবাই এই শব্দটি কয়েকবার শুনেছি এবং সম্ভবত এর অর্থ সম্পর্কে একটি সাধারণ উপলব্ধি রয়েছে। তবে কয়েক দশক ধরে মনোবিজ্ঞান সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বুদ্ধিমত্তার ধারণাটি বহুল আলোচিত বিষয়। বুদ্ধি বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে: উচ্চ-স্তরের দক্ষতা (যেমন বিমূর্ত যুক্তি, মানসিক উপস্থাপনা,…
কেলাসিত বুদ্ধি কাকে বলে? ক্যাটেলের কেলাসিত বুদ্ধি জন্মগতও নয়, আবার অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়, তাই হলো কেলাসিত বুদ্ধি। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। এই বুদ্ধি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় স্থির থাকে না। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন হয়।
বিরোধিতা কাকে বলে? দুটি বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বচনের বিরোধিতা বলে। বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও যদি তাদের মধ্যে শুধুমাত্র…