সিগারেট না দেওয়ায় মাথা ফাটানো হলো যুবকের

পটুয়াখালীর বাউফল উপজেলায় সিগারেট না দেওয়ায় মো. হাসান মাতব্বর (৩২) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে মাথায় গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আজ বুধবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারি বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসান মাতব্বর উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর মিয়াচান গ্রামের আবুল মাতব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ভান্ডারি বাজারের একটি চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন হাসান। একই দোকানে পাশাপাশি বসে ছিলেন স্থানীয় চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বশার ও মো. দুলাল হাওলাদার (৪৫)। তখন হাসানের কাছে সিগারেট চান দুলাল হাওলাদার। কিন্তু হাসান তাঁকে সিগারেট না দিয়ে একাই সেবন করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানের ওপর হামলা করেন দুলাল। এ সময় তিনি ওই দোকানের চায়ের কাপ দিয়ে হাসানের মাথায় আঘাত করলে চায়ের কাপের আঘাতে হাসানের মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক দফা বমিও করেন তিনি। স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ট্রলারে করে বাউফল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুলাল ও হাসান দুজনই চর মিয়াচান গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাতে টাকার অভাবে তাঁকে বরিশালে নেওয়া সম্ভব হয়নি। আজ সকালে আশঙ্কাজনক অবস্থায় হাসানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউপি সদস্য আবুল বশার বলেন, ‘সিগারেট না দেওয়ার কারণেই আমার সামনেই হাসানের ওপর দুলাল হামলা চালান।’

এ ঘটনার পর দুলাল হাওলাদার গা ঢাকা দিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *