Mg কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন?

Mg কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন?

যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। বৈশিষ্ট্য অনুসারে গ্রুপ -২ এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলে। ম্যাগনেসিয়াম (Mg) পর্যায় সারণির দ্বিতীয় গ্রুপে অবস্থিত। মৌলটি মূলত মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে Mg(OH)2 গঠন করে। অর্থাৎ ম্যাগনিসিয়ামের মধ্যে মৃৎক্ষার ধাতুর সকল বৈশিষ্ট্য বিদ্যমান। তাই ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু।

Similar Posts