আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কেন?

আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কেন?

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার এর মতো ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ অঞ্চল কার্পাস বস্ত্র উৎপাদন ও রপ্তানিতে উন্নতি লাভ করেছে। দুটি স্থানের মধ্যে কিছু সাদৃশ্য থাকায় আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

এদের মধ্যকার সাদৃশ্যগুলি হলো –

অবস্থানগত সাদৃশ্যঃ ম্যাঞ্চেস্টার মার্শেই নদীর তীরে এবং আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত।

জলবায়ুগত সাদৃশ্যঃ ম্যাঞ্চেস্টার ও আমেদাবাদ উভয় শহরেই আর্দ্র জলবায়ু বিরাজ করে।

বন্দরের সান্নিধ্যঃ ম্যাঞ্চেস্টার লিভারপুল বন্দরের মাধ্যমে এবং আমেদাবাদ কান্দালা বন্দরের মাধ্যমে শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে।

আন্তর্জাতিক চাহিদাঃ আন্তর্জাতিক বাজারে উভয় অঞ্চলের উৎপন্ন কার্পাস বস্ত্রের যথেষ্ট চাহিদা রয়েছে।