সরল স্পন্দন গতি কাকে বলে? সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য
সরল স্পন্দন গতি কাকে বলে?
কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল যদি তার সরণের সমানুপাতিক হয় এবং বলের দিক যদি সরণের বিপরীত দিকে হয়, তাহলে সেই বস্তু যে ধরনের গতি লাভ করে তাকে সরল স্পন্দন গতি বলে।
কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি যদি সরলরৈখিক হয় এবং এর ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণ এর সমানুপাতিক হয় এবং এর দিক যদি সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয় তবে ঐ বস্তুকণার গতিকে সরল স্পন্দন গতি বলে।
সরল স্পন্দন গতির উদাহরণ হলো দোলক, যখন এটি অল্প বিস্তারে দুলানো হয়।
সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য
১) এটি একটি পর্যাবৃত্ত গতি।
২) এটি একটি সরল স্পন্দন গতি।
৩) এটি সরল রৈখিক গতি।
৪) যেকোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক।
৫) ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী।