বর্ণালী কি? | বর্ণালীর সংজ্ঞা | বর্ণালী আমরা কখন দেখতে পাই?
বর্ণালী কি?
সাদা আলো যখন নানা বর্ণে বিভক্ত হয় তখন তাকে বর্ণালী বলে।
যখন সাদা আলো ‘প্রিজম’ এর উপর আপতিত হয় তখন ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয় এবং একটা নানা রঙের আলোকমালা তৈরি করে যা বর্ণালী নামে পরিচিত।
বর্ণালীর সংজ্ঞা
সূর্য থেকে আগত রশ্মি একটি সরু ছিদ্র পথে কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় রংধনুর মতো সাত বর্ণের সমাবেশ সৃষ্টি করে। বর্ণের এ সমাবেশকে বর্ণালী বলে।
সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে সাতটি বিভিন্ন বর্ণের আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয়। প্রিজম থেকে নির্গত এই আলোকগুচ্ছকে পর্দায় ফেললে, পর্দায় ওই সাতটি বিভিন্ন বর্ণের একটি পট্টি সৃষ্টি হয় তাকে বর্ণালী বলে।
বর্ণালী আমরা কখন দেখতে পাই?
পরমাণুর ইলেকট্রন বাহিরে থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে গমন করে। সাধারণত উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন আগমনের সময় আমরা বর্ণালী দেখতে পাই।