ভ্যাট কাকে বলে?

ভ্যাট কাকে বলে?

ভ্যাট (VAT) এর ইংরেজি শব্দ, যার পূর্ণরূপ হলো Value Added Tax। VAT এর বাংলা অর্থ হলো মূল্য সংযোজন কর।

ভ্যাট বা মূল্য সংযোজন কর বলতে, গৃহস্থালীর ব্যবহার্য পণ্য এবং সেবাসমূহের ওপর পরোক্ষ করকে বোঝায়, সেগুলো ছাড়া যেগুলো শূন্য হারের। যেমন – খাদ্য এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বা অন্যভাবে অব্যহতিপ্রাপ্ত যেমন – রপ্তানীসমূহ।

Similar Posts