আর্সেনিক, আর্সেনিকের প্রভাব

আর্সেনিক, আর্সেনিকের প্রভাব

আর্সেনিকঃ আর্সেনিক একটি বিষাক্ত মৌলিক পদার্থ। এটি এক প্রকার রাসায়নিক পদার্থ যা ভূ-গর্ভস্থ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো ০.০১ পিপিএম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

আর্সেনিকের প্রভাবঃ আর্সেনিক দূষণযুক্ত পানি ব্যবহার করলে মানবদেহে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো –

১. চর্ম রোগে আক্রান্ত হওয়া;

২. জিহ্বা, হাত ও পায়ের তালুতে কালো দাগ;

৩. বমি, অরুচি, রক্ত আমাশয়, মুখে ঘা;

৪. ফুসফুস, জরায়ু, মূত্রনালী, মূত্রথলী ও বৃক্কে ক্ষত তৈরি;

৫. প্রজনন স্বাস্থ্যে প্রভাব;

৬. রক্তশূন্যতা, শ্বসন যন্ত্র আক্রান্ত হওয়া;

৭. স্মৃতি শক্তি হ্রাস;

৮. শরীরে অস্বাভাবিক পরিবর্তন প্রভৃতি।

Similar Posts