নষ্ট ভোল্ট কাকে বলে? বা হারানো ভোল্ট কাকে বলে?
কোষের ভিতরে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িচ্চালক শক্তির কিছু অংশ, কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে হয় তাকে হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট বলে।
তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাহির বর্তনী ও অন্তরা বর্তনী রোধগুলিকে অতিক্রম করার জন্য প্রতিটি তড়িতাধানকে কিছু পরিমান কার্য করতে হয়। অন্তর বর্তনীতে তড়িৎ শক্তির অপচয়কে নষ্ট ভোল্ট বলে।
সংক্ষেপে –
অভ্যন্তরীণ রোধ এর কারণে তড়িৎ প্রবাহ চলার সময় যে পরিমাণ শক্তি কোষের মধ্যে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাকে হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট বলে।