হাইড্রোকার্বন কাকে বলে?
শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন সহযোগে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে।
হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের হতে পার, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
যেমন – মিথেন(CH4), ইথেন (C2H6), প্রোপেন (C3H8), বিউটেন (C4H10) ইত্যাদি।
IUPAC এর জৈব যৌগ নামকরণ পদ্ধতি অনুসারে হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ।
১) সম্পৃক্ত হাইড্রোকার্বন
২) অসম্পৃক্ত হাইড্রোকার্বন
৩) বলায়কার হাইড্রোকার্বন এবং
৪) অ্যারোমেটিক হাইড্রোকার্বন।