ভর ও ওজনের মধ্যে পার্থক্য

ভর ও ওজনের মধ্যে পার্থক্য

ভর ও ওজনের মধ্যে পার্থক্যগুলো নিম্নরূপ –

নং ভর ওজন
 ১ বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর। কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হলো বস্তুর ওজন।
 ২ ভর হলো পদার্থের পরিমাণের একটি পরিমাপ। ওজন হলো কোনও বস্তুর উপর মহাকর্ষের টান পরিমাপ।
 ৩ ভর কখনই শূন্য হতে পারে না। কোনো বস্তুর উপর মাধ্যাকর্ষণ কাজ না করলে ওজন শূন্য হতে পারে।
 ৪ ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম। ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন।
 ৫ ভরকে ‘m’ দ্বারা প্রকাশ করা হয়। ওজনকে ‘W’ দ্বারা প্রকাশ করা হয়।
 ৬ কোনো বস্তুর ভর স্থানভেদে পরিবর্তিত হয় না। ইহা বস্তুর মৌলিক ধর্ম। বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। স্থানভেদে ‘g’ এর মান পরিবর্তিত হওয়ায় বস্তুর ওজন পরিবর্তিত হয়।

Similar Posts